ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২

চলমান করোনার প্রকোপ কাটিয়ে পড়ালেখায় মনোযোগী হতে উৎসাহ যোগাতে ঠাকুরগাঁওয়ের প্রায় সাড়ে তিন হাজার শিশু শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান তাঁর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে পর্যায়ক্রম সদর উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার শিশুদের মাঝে এসব বিতরণ করা হবে বলে জানানো হয়। 

এ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওয়াবার্ট চিসিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি