ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নড়াইলে গাঁজা গাছ ও মদ তৈরির সরঞ্জামসহ আটক ২ 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০টি গাঁজা গাছ ও দেশি মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, একাধিক মাদক মামলার আসামি লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের পরাগ মোল্যা (১৯) ও মাহামুদ হোসাইন (২৪)। এছাড়া তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ৩০০ টাকা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় নলদী পুলিশ ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি