ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সড়ক দুঘর্টনায় পুলিশের এএসআইসহ নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২

নেত্রকোণা জেলার কলমাকান্দা-লেঙ্গুড়া সড়কে দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।

বুধবার বিকালে ফুলবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
      
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ফুলবাড়িয়াস্থ সাত শহীদের সমাধিস্থলে বেড়াতে যান। মোটরসাইকেলযোগে ফিরে আসার পথে বুধবার বিকাল ৪টার দিকে ফুলবাড়িয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে পুলিশের এএসআইসহ দুজন নিহত হন। 

গুরুতর আহত সুমনকে (২৩) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হচ্ছেন নেত্রকোণা পুলিশ লাইনস্ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও মোহাম্মদ ইনচাঁন (৩০)। তাদের তিনজনের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পোলাবেশ গ্রামে। 
 
নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মৃতদেহ কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি