নোয়াখালীতে শিক্ষক সংকট উত্তরণে করণীয় শীর্ষক সভা
প্রকাশিত : ২২:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
নোয়াখালীতে (এনআরডিএস) নাগরিক সক্রিয়তার মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠান সমূহের সুশাসন জোরদারকরণ প্রকল্প শিক্ষার সংকট উত্তরণে করণীয় শীর্ষক অধিপরামর্শ সভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় এনআরডিএস এর প্রধান নির্বাহী আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী লায়লা পারভীন শিক্ষক প্রতিনিধি, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মকর্তাবৃন্দ।
সভায় বিষয়ক নাগরিক প্রতিবেদন শিক্ষায় শিশুদের অন্তর্ভুক্তি বাড়ানো, মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাসহ অতিমারী ও শিক্ষক সংকট, শিক্ষা প্রাতিষ্ঠানিক সুশাসনের চ্যালেঞ্জ, অন্তর্ভুক্তির ঝরে পড়া রোধ, শিক্ষা ব্যায় ও নাগরিক অভিমত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসি
আরও পড়ুন