ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে ওয়ার্ড আওয়ামী নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের শটগানের গুলিতে চাদগ্রাম ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাদগ্রাম ইউনিয়নের চরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত সিদ্দিক আলী চরপাড়া গ্রামের ওমর মণ্ডলের ছেলে। তিনি চাদগ্রাম ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক আলী সকালে চরের মাঠে ফসলের ক্ষেতে কাজে যান। এসময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে তাদের ওপর শটগানের গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিদ্দিক আলীর। 

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, নিহত সিদ্দিকের ভাই আনিছুর রহমান, আব্দুল খালেক ও বাদশা মণ্ডল। 

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান জানান, প্রতিপক্ষের শটগানের ছররা গুলিতে সিদ্দিক আলী নামে একজন নিহত এবং  ৩ জন আহত হয়েছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি