ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টঙ্গীতে বসতবাড়িতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান। শুক্রবার বিকেলে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি ময়মনসিংহের কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে পরিবারের সাথে পাগার ঝিনুমার্কেট এলাকায় বসবাস করতো।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আজ বিকেলের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয় এবং একটি ঘর ভস্মীভুত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া শিশুর মৃতদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি