ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ কিশোর অটোরিকশা চালক বলরাম মজুমদার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি ও দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ও পূজামণ্ডপে হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। 

বক্তারা অতিবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারীদের চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবিও করেন তারা। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি