ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বেগমগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মো. আনন্দ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আনন্দ হোসেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আনন্দ হোসেন জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চৌমুহনী চৌরাস্তা এলাকার নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ ক্যাম্পের একটি দল। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনন্দ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়ানোর জন্য সে বিভিন্ন স্থানে পলাতক ছিল। 

তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি এবং সিএমপির কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। 

র‌্যাব-১১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোনাইমুড়ী থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি