ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভান্ডারিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. নাঈম বেপারী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি মোবাইল সেট, টর্চ লাইট, টুকরা ব্লেড, দুপাতা ওষুধ ও হজমির বোতল পাওয়া যায়। 

শনিবার সকালে নিহতের মা মুকুল বেগম পাশের বাড়িতে যাওয়ার সময় ধান ক্ষেতের এক কোণায় পুত্রের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন।

নাইম আনসার ব্যাটালিয়নের সদস্য মোঃ রুহুল আমিন বেপারির ছোট ছেলে। পেশায় সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। 

নিহতের ভাই রাজু বেপারী জানান, শুক্রবার রাতে স্থানীয় পশারিবুনিয়া বাজার থেকে টেলিভিশনে খেলা দেখে রাতে সে আর বাড়ি ফিরে নাই। 

নাইম বেপারির স্ত্রী নাবিলা আক্তার জানান, রাত সাড়ে এগারোটার দিকে আমার সাথে মোবাইলে কথা হয়। তখন সে জানায় কিছুক্ষণ পরে বাসায় ফিরবে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধারের কাজ চলছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি