ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গল পৌরসভায় মাসব্যাপি মশক নিধন কর্মসূচির উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২২:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন এলাকায় মাসব্যাপি মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু। 

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. আব্দুল জব্বার আজাদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তারসহ ২নং ওয়ার্ডের বিশিষ্টজনেরা। 

পৌর মেয়র মহসিন মিয়া মধু বলেন, এই মশক নিধন কার্যক্রম পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের চালানো হবে। এসময় তিনি শহরবাসীকে শহরে ড্রেনের মধ্যে ও পৌরসভার যত্রতত্র ময়লা না ফেলে নিধারিত স্থানে ময়লা ফেলা অনুরোধ করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি