ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জনতার হাতে পিটুনি খেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট জেলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৯:০২, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় লিল্টু নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট জনতার হাতে গণপিটুনি খেয়েছেন। পুলিশ এসে তাকে উদ্ধারের পর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া এ কারাদণ্ড প্রদান করেন। আটক লিল্টু (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের রাতুল হোটেলে (মিস্টির দোকান) ট্রেড লাইসেন্স দেখতে চান ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ পরিচয়ে লিল্টু। ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই দোকান মালিককে ২০০ টাকা জরিমানা করেন তিনি। 

জরিমানার টাকাও পরিশোধ করেন হোটেলের মালিক। পরে জিনিয়া দোকানে এসে ভুয়া ম্যাজিস্ট্রেট লিল্টু দুটি মিষ্টি খান এবং ট্রেড লাইসেন্স দেখাতে বলেন। এরপর তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন এবং তোপের মধ্যে পড়েন তিনি। 

পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ম্যাজিস্ট্রেট লিল্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়া হয় তাকে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া বলেন, লিল্টুর নামে কয়েকটি জেলায় মামলা আছে। 'গণ উপদ্রব' সৃষ্টির দায়ে দণ্ডবিধির ২৯১ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, জানান ইউএনও।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি