ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বলরাম হত্যা মামলায় আন্তঃজেলা গরুচোর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:১০, ২০ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত অটোরিকশা চালক বলরাম হত্যা মামলায় আবদুল মোতালেব ওরফে লিটন (২৯) নামে আন্তঃজেলা এক গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। এর আগে শুক্রবার রাতে চরপার্বতীর কেটিএমহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফেনীর সোনাগাজী উপজেলার চরশাহভিখারী গ্রামের রমজান আলীর বাড়ির আবদুল আলীর ছেলে।

ওসি সাজ্জাদ রোমন বলেন, আবদুল মোতালেবকে কোম্পানীগঞ্জের আলোচিত বলরাম হত্যা ও গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, মোতালেবের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, ফেনীর সোনাগাজীসহ আশপাশের জেলায় কমপক্ষে ছয়টি গরুচুরির মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা পুলিশের।

এর আগে ৩১ জানুয়ারি দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বকসি ব্যাপারী বাড়ির সামনের ধানক্ষেত থেকে ব্যাটারি চালিত অটোরিকশার চালক বলরামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হলেও এখনও তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

এদিকে, বলরাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। হিন্দু সম্প্রদায়কে নিয়ে শুক্রবার বিশাল মানববন্ধনও করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি