কপালে চোখ নিয়ে অদ্ভুত ছাগল ছানার জন্ম
প্রকাশিত : ১৫:১১, ২০ ফেব্রুয়ারি ২০২২
এক চোক্ষু বিশিষ্ট ছাগল ছানা
কপালে একটিমাত্র চোখ নিয়ে অদ্ভুত এক ছাগল ছানার জন্ম হয়েছে নওগাঁর ধামইরহাটে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে নিমিষেই। ছানাটিকে একনজর দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা।
গত শুক্রবার সন্ধার আগ মুহূর্তে উপজেলা ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর কুমারপাড়া নামক এলাকায় বিচিত্র এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার কৃষক মতিয়ার হোসেনের ছেলে মো. কাওসার হোসেনের বাড়িতে তার গৃহপালিত একটি ছাগল ঘটনার দিন পরপর ২টি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চা স্বাভাবিক অবস্থায় জন্ম নিলেও অপর একটি কালো রঙের বাচ্চা কপালের মাঝখানে একটি বড় আকারের চোখ নিয়ে জন্মগ্রহণ করে।
এ বিষয়ে পরিবারের সদস্য আহসান হাবীব জানান, বাচ্চার জন্মের পর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা একনজর বাচ্চাটিকে দেখার জন্য ভিড় জমান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক ছিল বলেও জানান তিনি।
এনএস//
আরও পড়ুন