ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভটভটির ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২২

নওগাঁর ধামইরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এস এম মাজেদ (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

রোববার বাদ যোহর জানাযা শেষে নিজ গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে শনিবার এর আগে ৭টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৩টায় তিনি মারা যান।

নিহত শিক্ষক মাজেদ উপজেলার নেউটা গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে ও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, শিক্ষক মাজেদ আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ৩টার দিকে সেখানে তিনি মারা যান। 

এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি