ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ আরিফ হোসেন (২৩) ও ওলিয়ার রহমান (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক আরিফ বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও ওলিয়ার বোয়ালিয়া গ্রামের মিয়াদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করে।
 
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ ব্যাপারে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি