ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রথম প্রহরে গাজীপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।

জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগ, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ এবং অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সবুজ এমপি, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মহানগর যুবলীগের আহয়ক কামরুল আহসান সরকার রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি