ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা, ক্ষতি ৫ লাখ টাকা

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রামে খাবারে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

এ বিষয়ে রোববার বিকালে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে জানা যায়, শনিবার সন্ধ্যায় ৬টার পরে কৃষক ছাত্তার খান গোয়াল ঘরে গরু তিনটি বেঁধে রাখেন। রাত ৩টার দিকে গরুর ডাক-চিৎকারে এগিয়ে যান তিনি। সে সময় গরুগুলো মরণ যন্ত্রণায় ছটফট করছিল। এক ঘণ্টার মধ্যে তিনটি গরুই মারা যায়।

কৃষক ছাত্তার খানের অভিযোগ, কেউ শত্রুতাবশতঃ গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করেছে। এতে চরমভাবে আর্থিক ক্ষতির কথা জানান তিনি। 

বিষয়টি বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানিয়েছেন কৃষক ছাত্তার।

নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান বলেন, গরুগুলো বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কিনা ময়নাতদন্ত করে দেখা হবে।

বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল জলিল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে ঘটনাস্থল  পরিদর্শন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ নিশ্চিত হওয়া যাবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি