ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে নেত্রকোনায় শহীদ দিবস পালন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে রোববার রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন।

এ সময় শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আলী আকবর মুন্সীর নেতৃত্বে পুলিশ প্রশাসন।

পরে একে একে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা বিএনপি, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, জেলা প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া সকালে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বে-সরকারি সংস্থা ও সর্বস্তরের জনতা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি