ফতুল্লায় যৌতুকের জন্য স্ত্রী খুন, স্বামী আটক
প্রকাশিত : ১৩:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২২
যৌতুক ও পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মমজাত বেগম নামে এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আতাউর রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার শাশ্মনগাঁ এলাকায় ওই নারীকে আঘাত করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মমতাজ বেগম (৪৫) এনায়েত নগর ইউনিয়নের শাশ্মনগাঁ এলাকার বশির উদ্দিনের মেয়ে। তার একটি কন্য সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরির্দশক রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যৌতুকের জন্য পারিবারিক কলহের জেরে মমতাজ বেগমকে হত্যা করেছে তার স্বামী। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে যৌতুকের টাকা চেয়ে আসছিল স্বামী আতাউর। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহল চলছিল।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে, জানান এসআই রাশেদুল।
এএইচ/
আরও পড়ুন