ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রামুতে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২২

নিহতের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি

নিহতের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামুতে ইমন বড়ুয়া (২১) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে রামু-মরিচ্যা সড়কের পাশ থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন বড়ুয়া রামু রাজারকুল ইউনিয়নের রাংকুট ঘোনারপাড়া এলাকার সুনীল বড়ুয়ার ছেলে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় মেম্বার প্রার্থী নুরুল হক জানান, মাদকাসক্ত ছিল ইমন। সম্প্রতি কলেজ থেকেও চলে এসেছেন, বিয়েও করেছেন। রোববার রাতে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। তারপর সোমবার সকালে তার মরদেহ স্থানীয় জসিমের দোকানের পেছনে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরে সব জানা যাবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি