ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জনকল্যাণের নামে ব্যবসা, বিপাকে পথযাত্রী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

জনকল্যাণের নামে নালায় কাঠের সাঁকো বানিয়ে পথযাত্রীদের কাছে অর্থ আদায় করা হচ্ছে। জনপ্রতি ১০ টাকা এবং বিভিন্ন ছোট যানবাহন পার হলেই নেয়া হচ্ছে ২০ টাকা।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের চিলমারী-সুন্দরগঞ্জ রাস্তায় জামেরতল এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে রোববার বিকেলে জামেরতল এলাকায় গিয়ে দেখা যায়, বর্ষাকালে নালাটি পারাপারে নৌকার প্রয়োজন হলেও শুকনো মৌসুমে সামান্য পানি থাকায় পায়ে হেঁটেই পার হওয়া যায়। কিন্তু স্থানীয় এক ব্যাক্তি কথিত ইজারাদার আনিছুর রহমান জনকল্যাণের নামে কোনোমতে কাঠ বসিয়ে ছোট্ট একটি সাঁকো বানিয়ে জোরপূর্বক যাত্রীদের কাছে অর্থ আদায় করছে। এতে পথযাত্রীরা বিড়ম্বনায় পড়ছেন।

ইজারা ছাড়াই ঘাট মালিক হিসেবে ১০ বছর বয়সী হৃদয় নামে এক শিশুকে দিয়ে এসব অর্থ আদায় করছেন ওই ব্যক্তি। টাকা নেয়ার বিষয়ে হৃদয় জানান, ‘এই ঘাটটি ইজারাদার আনিছুর রহমানের। তিনি আমাকে সারাদিনের টাকা তোলার বিনিময়ে সামান্য কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেন। একথা বলে সে সটকে পড়ে।’ 

এদিকে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কথিত ইজারাদার আনিছুর রহমান ঘটনাস্থল ত্যাগ করেন।

গাইবান্ধার উদ্দেশ্যে কুড়িগ্রাম থেকে আসা পথযাত্রী মোঃ হান্নান মিয়া (৩৫) বলেন, ‘অফিসের কাজে আমি প্রায় প্রতিদিন গাইবান্ধা যাওয়া-আসা করি, সাঁকোটি পার হতে মটরসাইকেলসহ আমার কাছে ২০টাকা নেয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক।’ 

অপরদিকে বগুড়ার উদ্দেশ্যে যাওয়া আশিকুর রহমান (২২) বলেন, ‘টাকা দিতে না চাওয়ায় এর আগে কয়েকবার তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে। বাধ্য হয়েই এখন টাকা দিতে হচ্ছে। অবৈধ এই ঘাট উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।’

গাইবান্ধা থেকে চিলমারী আসা মোছাঃ আমেনা বেগম (৩২) বলেন, ‘এই রাস্তা দিয়ে এর আগেও পার হয়েছি তখন কোনো ঘাট চোখে পড়েনি কিন্তু হঠাৎ ৫ মাস পর মেয়েসহ আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সাঁকোটি পার হতে ঘাটের নাম করে আমার কাছ থেকে ২০ টাকা নেয়া হয়েছে।’ 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তবে এই ধরনের নালা, খাল জেলা পরিষদের আওতায়। আমি বিষয়টি জেলা পরিষদকে জানিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখবেন।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি