ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত : ২১:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০২২
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ও রুহিয়া এলাকায় সোমবার বিকেলে মুশলধারে বৃষ্টিশিলা হয়েছে। এতে আম ও লিচুর মুকুলসহ চলতি মৌসুমের ফসল ভুট্টা, মরিচ এবং ইট ভাটার ব্যপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সাথে ব্যাপক শিলাও পরতে শুরু করে এবং তা প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হলে শিলার স্তর জমে যায়। এতে আম ও লিচুর মুকুলসহ মৌসুমের ফসল ভুট্টা, মরিচের এবং কলা ও পেঁপে গাছসহ মাচায় জন্মানো নানা জাতের সবজির ব্যাপক ক্ষতি হয়। ধান ও ভুট্টা গাছগুলো হেলে পড়ে। গাছ থেকে ঝরে পড়েছে নতুন আম ও লিচুসহ ফসলের ক্ষতি হলেও তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি স্থানীয় কৃষি অফিস।
রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, ব্যক্তিগত কাজের জন্য রুহিয়া চৌরাস্তায় এসে শিলাবৃষ্টিতে আটকেছিলাম। প্রায় আধা ঘন্টা পর শিলাবৃষ্টি পরা বন্ধ হয়। এরপর আবহাওয়া আরো শীত হয়ে যায়।
আরকে//
আরও পড়ুন