গাজীপুরে ২০টি ঘর আগুনে পুড়ে ছাই
প্রকাশিত : ২৩:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২২
গাজীপুরের কালিয়াকৈরের পূর্বমৌচাক এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কলোনীর ২০টি ঘর। সোমবার সন্ধ্যায় পূর্ব মৌচাক এলাকার সেলিম হোসেনের কলোনীতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বমৌচাক এলাকার সেলিম হোসেনের কলোনীতে একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন কলোনীর ২০টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় কক্ষে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান ও বিভিন্ন প্রকার তৈজসপত্র।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কেআই//
আরও পড়ুন