ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারাভোগ শেষে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২ নারী 

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কাজের প্রলোভন দেখিয়ে দালালদের খপ্পরে পড়ে পাচারের শিকার দুই নারী দুই বছর ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে বেনাপোল চেকপোষ্ট দিয়ে। মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুইজন হলেন, যশোর জেলার দরাজহাট গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে স্বপ্না খাতুন (২২) ও একই জেলা সদরের মোল্যাপাড়ার ইয়ার হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (২০)।

ফেরত আসা রোকেয়া খাতুন জানান, তারা পুনে শহরে বাসা বাড়ির কাজের সময় পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তাদের আদালতের মাধ্যমে পুনে শহরের একটি সরকারি ওমেন নামে শেল্টার হোমে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর আজ মঙ্গলবার দেশে ফিরেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ রাজু জানান, এরা ভালো কাজের প্রলোভনে পড়ে দুই বছর আগে সীমান্তের অবৈধ পথে ভারত যায়। ভারতের পুনে শহরে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসে। ইমিগ্রেশন এর কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর জাস্টিস এন্ড কেয়ার নামের একটি বেসরকারী মানবাধিকার সংস্থার কাছে তাদের পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য হস্তান্তর করা হবে।

জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানায়, ফেরত আসা দুই নারীকে যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি