ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পিতা হত্যায় পুত্রের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ২২ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো জেলার কামারখন্দ থানার কোনাবড়ী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৩)। মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে সিরাজগঞ্জে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ প্রদান করেন। 

মামলার সরকার পক্ষের উকিল (পিপি) আব্দুর রহমান জানান, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আসামী পারিবারিক কলহের জের ধরে শফিকুল ইসলাম বাড়ীর পাশ্ববর্তী বাগানের অর্ধশত  গাছ কেটে ফেলে। তার ছোটভাই শাহ আলম এঘটনার প্রতিবাদ করলে শফিকুল তাকে কুপিয়ে আহত করে। এ সময় পিতা আব্দুল মান্নান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৭ অক্টোবর আব্দুল মান্নান মারা যায়। 

এ ঘটনায় নিহতর ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে কামারখন্দ থানায় শফিকুলকে আসামী করে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পর আসামীর উপস্থিতিতে মঙ্গলবার আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি