ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধর্ষণসহ চার মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২২

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ষণসহ একাধিক মামলার আসামি রুহুল সর্দার (৪০)র গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রুহুল সরদার চরসাদিপুর গ্রামের মুনতাজ সর্দারের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ৫০০ বিঘার মাঠে রুহুলের গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে রুহুলকে হত্যা করা হয়েছে। 

তার বিরুদ্ধে ধর্ষণ ও অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি