ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ছিনতাইকারির ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুন্না নামে এক যুবক। এ সময় আহত হয়েছেন তারেক ও রিমন নামে আরও দুই কিশোর। তারা হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের শ্রমিক।

বুধবার ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত মুন্না ময়মনসিংহ জেলার বলেশপুর গ্রামের জাহিদুলের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, হতাহতরা সবাই স্পিনিং মিলের শ্রমিক। বুধবার ভোরে কর্মস্থলে যাওয়ার সময় ফতুল্লার লালপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এতে দুজনকে পিটিয়ে আহত এবং একজনকে ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি