ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

খাদ্যের সংকট সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার দক্ষতায় আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের কোন ঘাটতি নেই বলে মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জিরো পয়েন্টে মুক্তমঞ্চে আওয়ামী লীগ মনোনিত নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজা, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

এর আগে খাদ্যমন্ত্রী উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর মাঝে হাউজহোল্ড সাইলো বিতরণ করেন। একই সময়ে তৃণমূল পর্যায়ে আইন শৃংখলা রক্ষায় কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৫৭ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি