ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চরমোনাইয়ে ট্রলারডুবি, ৩ মুসল্লির মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২

বরিশালে ভোররাতে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসা মুসল্লিবাহী প্রায় ত্রিশজন যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খা নদীতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জাননান জানান, ঢাকার দিক থেকে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে মুসল্লীদের নিয়ে কাঠবডির একটি ট্রলার চরমোনাই এর দিকে আসছিল। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ত্রিশজন যাত্রী নদীতে পড়ে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ ছিল। 

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম আজ বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসছিলো কিছু মুসল্লী। চরমোনাই এর কাছাকাছি পৌছালে ট্রলারটি ডুবে যায় রাতে। কিন্তু কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি