ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২

সাভারের আশুলিয়ায় একটি জুতা প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুই নারী ও এক পুরষসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে আরও লাশ আছে কি না তা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের ৭টি ইউনিট রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে । এখন পর্যন্ত দুইজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আনুমানিক ১২ জন দগ্ধ হয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি