সড়ক থেকে আহত বৃদ্ধকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু
প্রকাশিত : ১০:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২
চুয়াডাঙ্গায় বাজারের উদ্দেশ্যে বের হয়ে মোশাররফ হোসেন মণ্ডল ওরফে মোশাররফ জমিদার (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সড়ক থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোহসীন।
নিহত মোশাররফ হোসেন মন্ডল চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া কাছারি পাড়ার ওসমান আলী মণ্ডলের ছেলে।
নিহতের ভাগ্নে জাফর হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে লাল শাক বিক্রি করার জন্য চুয়াডাঙ্গা বড় বাজারের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর আহত অবস্থায় তার পড়ে থাকার খবর পায় পরিবার। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার কারণ পরিবারের লোকজন জানাতে পারেনি। বিক্রির উদ্দেশ্যে নেয়া লাল শাশ সড়কের পাশে পড়ে ছিলো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান বলেন, মোশাররফ হোসেনের মাথা ও কোমড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের মরদেহে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এএইচ/
আরও পড়ুন