ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাভারে টিকা নিতে আসা পোশাক শ্রমিকদের হট্টগোল

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২২

সাভারে করোনাভাইরাস প্রতিরোধের টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভীড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর পোশাক শ্রমিকদের মাঝে শুরু হয় হট্টগোল। এ সময় টিকা নিতে আসা লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকাদান কেন্দ্রে এক সাথে অতিরিক্ত বেশি মানুষ চলে আসায় টিকাপ্রত্যাশীদের সাথে স্বেচ্ছাসেবকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময়ে বিশৃঙ্খলা, হুড়োহুড়ি আর লাঠিপেটার ঘটনা ঘটে। 

এ ঘটনায় টিকা নিতে না পেরে অনেককে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, “বিশৃঙ্খলা হচ্ছে এটা ঠিক না। তবে এখানে টিকা নিতে একদিনে বেশি পোশাক শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলে আসায় তাদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে।”
 
সাভার মডেল থানার ওসি কাজি মাইনুল ইসলাম বলেন, “বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। পোশাক শ্রমিকদের সুশৃঙ্খলভাবে টিকা দিতে কেন্দ্র বাড়ানোর বিষয়টি ভেবে দেখা হচ্ছে।”

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি