ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মাকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম নামের ৬০ বছর বয়সী এক মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে নিজেরই ছেলে। পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে ছেলে রেদওয়ান হোসেন মিলন এ নির্মম হত্যাকাণ্ডটি চালান বলে জানা যায়। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি। এর আগে রাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আমেনা স্থানীয় মৃত আকবর আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেফতার করেছে। 

এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি