ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে পাচারকালে ৭০ ভরি স্বর্ণসহ আটক ১

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভারতে পাচারকালে রাজশাহীর গোদাগাড়ীতে সাতটি সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার ওজন ৭০ ভরি, দেশীয় মুদ্রায় এর মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা। 

বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা হাটপাড়া পদ্মা নদীর খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম মোক্তার হোসেন (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রাণীনগর ইউনিয়নের বকচর গ্রামের মৃত সানাউল্লার ছেলে। 

৫৩ বিজিবির গোদাগাড়ী বিওপির কমান্ডার সুবেদার আইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় হাটপাড়া খেয়াঘাট থেকে মোক্তার হোসেনের শরীর তল্লাশী করে সাতটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০ ভরি, মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা। 

তিনি আরও বলেন, স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে সোনা পাচারের সঙ্গে জড়িত সে।

তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি