ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মিরসরাই বাজারের সুন্দরবন কুরিয়ার সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, বুধবার সন্ধ্যায় মিরসরাই বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মুছুনী নয়াপাড়া গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে শামছুল আলম (৩৭) এবং একই গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ ইউনুছ (১৯)।
 
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, আটক করার পর তাদেরকে মিরসরাই থানায় সোপার্দ করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি