দুবলার চরের জেলেরা পেলেন মাস্ক ও ক্যালেন্ডার
প্রকাশিত : ১৬:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২
বঙ্গোপসাগর ও সুন্দরবনের সকল ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দমনের পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তায়ও কাজ করছে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় জেলে-মাঝিমাল্লাদের মাঝে পাঁচ হাজার মাস্ক ও ক্যালেন্ডার বিতরণ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের জেলেদের নিয়ে করোনার সচেতনতা সভা করে কোস্ট গার্ড।
সভায় উপস্থিত জেলে-মাঝিমাল্লাদের মাঝে কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঁচ হাজার মাস্ক ও ক্যালেন্ডার বিতরণ করা হয়। এছাড়া চরের ১৪ হাজার জেলে-মাঝিমাল্লাদের করোনা টিকা প্রদান কার্যক্রমে সার্বিক সহায়তা করেন কোস্ট গার্ডের দুবলা স্টেশন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূলের মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে রয়েছে। উপকূলের প্রান্তিক ও দুঃস্থ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করে তাদের মুখে হাসি ফুটানোর প্রচেষ্টায় দৃঢ় প্রত্যয়ে সংকল্পবদ্ধ বাহিনীটি।
এএইচ/
আরও পড়ুন