ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আকমল (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত আকমল নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি হত্যা মামলায় ২০২০ সালের ১২ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন আকমল। মামলাটি এখনও আদালতে বিচারাধীন।

জেলার বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আকমল। পরে তাকে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যু কারণ হিসেবে স্ট্রোক করেছেন বলেই উল্লেখ করেছেন চিকিৎসক।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি