ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে কাভার্ডভ্যান চাপায় দুই শিশু নিহত, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আশ্রমে যাওয়ার পথে কাভার্ড ভ্যান চাপায় একই পরিবারের দুই শিশু নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। 

ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে শুক্রবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন তার মোটর সাইকেলে করে বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিলেন। পথে লেঙ্গুরদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ইরছা রানী বর্ধণ (৭) মারা যায়। স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বৃষ্টিকে (৫) মৃত ঘোষণা করেন। আহত সুমন ও তার বাবা কার্তিক আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি