ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের প্রাণহানি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন মামুন (২৫) নামে এক যুবক। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মামুন ঘুশুরিয়া মোল্লাপাড়া এলাকার ময়নাল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়া এলাকার যমুনা নদীতে মাছ ধরতে যায় মামুন। তখন বৃষ্টি নামলে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান নিহতের স্বজনরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি