ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়ায় ৮ কি.মি. যানজট, জনদুর্ভোগ চরমে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে ফেরি চলাচল এক ঘণ্টা এবং মহাসড়কে যান চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তৈরী হয়েছে দীর্ঘ ৮ কিলোমিটার যানজট। এতে ৫নং ফেরি ঘাট থেকে গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দমোড় মহাসড়কে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

বেরী আবহাওয়ার প্রভাবে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাতে এক ঘণ্টা ফেরি ও রাস্তা বন্ধ থাকায় যানবাহন পারাপারে প্রতিবন্ধকতা তৈরী হয়। এতে ঘাট এলাকায় প্রচণ্ড যানজট তৈরী হয়। 

তবে ফরিদপুরের আটরশিতে মাহফিলের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় এমন যানজট তৈরী হয়েছে বলেই মন্তব্য করেন তিনি। 

এদিকে, শুক্রবার ১৯টি ফেরি চলমান রয়েছে এ নৌরুটে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পারাপার ঠিক থাকলে যানজট কমবে বলে আশা করছেন কতৃপক্ষ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি