ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবীনগরে পিকআপের ধাক্কায় গেল শ্রাবণের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রাবণ মিয়া (২১) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কোম্পানীগঞ্জ সড়কের চারপাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রাবণ মিয়া উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আর আহতরা হলেন- একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু (২৪) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে কাউছার (২৬)। 

নিহতের স্বজন রাকিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রাবণসহ তিনজন মোটর সাইকেলযোগে লাউর-ফতেহপুর গ্রামে যাওয়ার পথে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চারাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তারা ছিটকে রাস্তায় পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আহত রাজু ও কাউছারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি