ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে পাওয়ারটিলার চাপায় গৃহবধূ নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মাটিবাহী পাওয়ারটিলার চাপায় বিবি খদিজা (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর ওয়াপদা খলিল কোম্পানীর ইটবাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিবি খদিজা ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে পায়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন বিবি খদিজা। বিকেল সাড়ে ৪টার দিকে খলিল কোম্পানীর ইটবাটার সামনে পৌঁছলে লক্ষীপুরের রামগতি থেকে ছেড়ে আসা একটি মাটিবাহী পাওয়ারটিলার তাঁকে পিছন থেকে চাপা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন খদিজা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি