ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে হ্যান্ডট্রাক্টর চাপায় মো. বাদল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। ট্রাক্টরকে ওভারট্রেকিং করতে গিয়ে সড়কে পড়ে যান আরোহী তিনজন। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বাদল।

শুক্রবার বিকেল ৫টার দিকে রাজগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাদল রাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলাদিনগর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। সে ইউপি সদস্য (মেম্বার) আলমগীর হোসেনের ছোটভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে দুই বন্ধুসহ মোটরসাইকেলযোগে রাজগঞ্জ বাজারের দিকে আসছিল বাদল। বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছার পর সামনে থাকা ইটবাহী একটি হ্যান্ডট্রাক্টরকে ওভারট্রেকিং (অতিক্রম) করতে গিয়ে সড়কে পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বাদল। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় লাশ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি