নিবন্ধন ছাড়া নাটোরে চলছে গণটিকা কার্যক্রম
প্রকাশিত : ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২২
সরকারি ঘোষণা অনুযায়ী এক কোটি টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে নিবন্ধন ছাড়া নাটোরেও গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই সকল বয়সের মানুষ টিকা নিতে লাইন ধরেন।
টিকা নিতে আসা ব্যক্তিরা জানান, সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরুর কথা থাকলেও শুরু হতে বিলম্ব এবং লোকবল কম হওয়ায় টিকাদান কার্যক্রম খুব ধীরগতিতে চলছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক জেলায় প্রায় তিনশ’ টিকাদান কেন্দ্রে ৩ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। চলমান কার্যক্রমে নিবন্ধন ছাড়াই এই টিকা দান সময়ে যারা আসবেন তাদের সবাইকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিটি কেন্দ্রেই টিকা গ্রহিতাদের উপস্থিতি বেশ ভালো লক্ষ্য করা গেছে। এভাবে চললে যে লক্ষ্যমাত্রা রয়েছে তা শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সহজীকরণ ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ভোটার আইডি কার্ড না থাকলেও সাধারণ মানুষ টিকা নিতে পারবেন। এর মাধ্যমে সাধারণ জনগণ সর্বোচ্চ সেবা পাবেন।
এএইচ/
আরও পড়ুন