ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে এক ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ মাস আগে নিহত আকাশ ও সালমার বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

শনিবার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে ওই স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ির পুলিশ।

পুলিশ যায়, গত ২ মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে আকাশ ও সালমার বিয়ে হয়। পরে সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। স্ত্রী সালমা স্থানীয় কার্টন ফ্যাক্টরিতে চাকরি করেন এবং স্বামী আকাশ অটোরিক্সা চালান। 

শুক্রবার রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান তারা। অনেক বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পাশের জানালা দিয়ে স্বামী-স্ত্রী দুই জনেরই লাশ ঝুলতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। ফোন পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী ঝগড়া করে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি