ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৭:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২

যশোরের বেনাপোল বাজার থেকে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবু (৪২) আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। আলাউদ্দিন বাবু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেনাপোল কাগমারী গ্রামের আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বাইসাইকেলে ঝুলানো একটি ব্যাগসহ তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবুকে যশোর র‌্যাব হেড কোয়ার্টারে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি