ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণ সঙ্গীতশিল্পীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ঐশি রায় রিয়া

ঐশি রায় রিয়া

Ekushey Television Ltd.

বিছানায় পড়ে আছে ঐশি রায় রিয়ার (১৯) নিথর দেহ। দেহের পাশেই গিটার, হারমোনিয়াম আর খেলার পুতুল। হারমোনিয়ামের ওপর ডায়েরি বা গানের স্বরলিপির খাতা!

কলেজছাত্রী ঐশি রায় রিয়া একজন সঙ্গীতশিল্পীও। তাঁর কণ্ঠে শোনা যাবে না আর গান, বন্ধুদের সঙ্গে মুখরিত সময়ও হবে না পার। শনিবার সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন বহুদূরে, না-ফেরার দেশে।

যশোরের বাঘারপাড়ার বাসিন্দা ঐশি রায় রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ এলাকাস্থ নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। 

ঐশি রায়ের নিজস্ব ফেসবুক আইডিতে দেখা গেছে শুক্রবার মধ্যরাতে দেয়া 'শান্তির ঘুম' শিরোনামে একটি স্ট্যাটাস। যা তার সর্বশেষ পোস্ট ছিল।

স্বপন রায়ের জ্যেষ্ঠ কন্যা রিয়া রায় যশোরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। এদিন বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোরের 'খ' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।  

রিয়ার মেজো বোন প্রিয়া রায় জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খাওয়ার জন্য ডাকা হলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখা যায়। তবে কী কারণে তিনি 'আত্মহত্যা' করেছেন তা জানাতে পারেননি প্রিয়া।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, পরিবার দাবি করছে ঐশি রায় রিয়া আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি