ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০০:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম শামীম পত্তনদার (১৬)। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শামীম দোহার উপজেলার আন্তার চক এলাকার মো. ইয়ার আলী ছেলে। গত ১০ দিন আগে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়।  

স্থানীয়রা জানান, ১৫ ফ্রেব্রুয়ারী উপজেলার নুরুল্লাহপুর বার্ষিক ওরসের বাঁশ নাচানোকে কেন্দ্র করে কার্তিকপুর এলাকার সোহরারের ছেলে মো. আলীর (২০) সাথে কথা কাটাকাটি হয় শামীমের। পরের দিন শামীম ওরসের মেলা থেকে সন্ধ্যার পর বাড়িতে যাওয়ার সময় মেলার গেটের সামনে প্রতিপক্ষ আলী ও  রাতুলের নেত্বত্বে ১০/১২ জনের একটি কিশোর গ্যাং ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় শামীমকে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ১০ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকায় অবস্থায় শনিবার দুপুর  ১টার দিকে মৃত্যু হয়। 
এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি