ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌমাছির কামড়ে শিশুসহ আহত শতাধিক, হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২

মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে ভর্তি

মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে ভর্তি

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে মৌমাছির কামড়ে শিশুসহ শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়কুড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে বড়কুড়া দক্ষিণপাড়ায় কাঁঠাল গাছে থাকা মৌমাছির চাকে চিলের আক্রমণে অসংখ্য মৌমাছি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পথচারী থেকে শুরু করে এলাকার শতাধিক বাসিন্দা মৌমাছির কামড়ে আহত হন।

আহত বড়কুড়া গ্রামের আজিজুল হক জানান, “আমি সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে জামতৈল বাজার থেকে বাড়ি ফিরছিলাম। এসময় বড়কুড়া দক্ষিণপাড়ায় পৌঁছালে প্রায় শতাধিক মৌমাছি আমার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিম ইবনে সাকলায়েন জানান, সন্ধ্যার পর থেকে মৌমাছির কামড়ে আহত অর্ধশতাধিক রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনের মধ্যে দুজনকে এই হাসপাতালে ও এক শিশুকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে। 

রোগি ও তাদের স্বজনদের ভীড়ে রোগিদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি