ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাঠ বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাঠ বোঝাই একটি হ্যান্ড ট্রলি উল্টে ট্রলির চালক শাকিল (২৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ রোববার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ট্রলি চালকের মরদেহ উদ্ধার করেছে। এর আগে শনিবার রাত আড়াইটার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ট্রলি চালক শাকিল জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নিহত ট্রলি চালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক শাকিল তার কাঠবোঝাই হ্যান্ডট্রলিটি নিয়ে রাতে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে শনিবার গভীর রাতে কেন্দুয়া-আঠার বাড়ি সড়কের বঙ্গানিয়া নামক স্থানে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক শাকিল কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

এদিকে, স্থানীয় মসজিদের এক ইমাম ফজরের নামাজ আদায় করতে বের হলে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় কাঠের নিচে চাপা পড়া চালক শাকিলের মরদেহ উদ্ধার পুলিশ। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি